২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:২২

কেরানীগঞ্জে অগ্নিকাণ্ড: নিহতের সংখ্যা বেড়ে ১৭

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শঙ্কর পাল জানান, ‘আবু সাঈদের বয়স ছিল ১৮ বছর। মুন্তাকিমের বয়স ২২ বছর, তার শরীরের ২০ শতাংশ পোড়া ছিল। আর রাজ্জাকের শরীরের ১০০ ভাগ পুড়ে গিয়েছিল। রাজ্জাকের আরেক ভাই আলম মারা যান প্রথমদিন রাতে বার্ন ইউনিটে।’

এখন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন আছেন ছয় জন, আর ঢামেক বার্ন ইউনিটে আছেন আট জন। তবে ঢামেক হাসপাতালে যারা আছেন তাদের অবস্থা তুলনামূলক ভালো বলে জানিয়েছেন ডা. সামন্ত লাল সেন।

প্রসঙ্গত, এর আগে ১১ ডিসেম্বর সন্ধ্যার দিকে কেরানীগঞ্জের ওই প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় তাৎক্ষণিকভাবে একজন নিহত এবং অন্তত ৩০ জন আহত হয়।

প্রকাশ :ডিসেম্বর ১৫, ২০১৯ ১২:২৬ অপরাহ্ণ