২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৩:১১

মান সম্মান থাকতে সহায়ক সরকারের দাবি মেনে নিন: শামসুজ্জামান দুদু

নিজস্ব প্রতিবেদক:   

শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, তুমুল গণআন্দোলনের মাধ্যমেই আগামী দিনে নির্বাচনকালীন সহায়ক সরকারের দাবি আদায় করবে বিএনপি।
প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে দুদু বলেন,  । দেশের জনগণ আপনাকে মাথায় করে রাখবে। অন্যথায় যে পরিস্থিতি সৃষ্টি হবে তা আপনার জন্য সুখকর বলে মনে হয় না, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস বিশ্লেষণ করলে। তৎকালীন রাষ্ট্রপতি আপনার বিশেষ দূত এরশাদকে যেভাবে গণআন্দোলনের মাধ্যমে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছিল, একই পরিস্থিতির মুখোমুখী হতে হবে আপনাকেও।

দুদু বলেন, আপনি তো আর বেশি দিন ক্ষমতায় নেই। দেশের জনগন আপনাকে চাচ্ছে না। প্রধানমন্ত্রী হিসেবে আগামী নির্বাচনে অংশ নিতে পারবেন না। সহায়ক সরকারের অধীনেই আপনাকে নির্বাচনে অংশ নিতে হবে।

বিএনপির এই নেতা বলেন, পুলিশ প্রশাসনের সংস্কার করতে হবে। তারা পুলিশ বাহিনী যখন খুশি গুম, খুন হত্যা নির্যাতন করছে। তার আইনশৃঙ্খলা নিযুক্ত থাকবে নির্বাচন সুষ্ঠ হবে এটা আওয়ামী লীগ ছাড়া কেউ বিশ্বাস করে না।

দৈনিক দেশজনতা/এমএম

প্রকাশ :জুন ১০, ২০১৭ ৪:০৪ অপরাহ্ণ