৭ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ভোর ৫:৫১

খালেদা জিয়াকে দেখতে যাচ্ছেন স্বজনরা

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে যাচ্ছেন স্বজনরা।

শনিবার বিকেল ৩টায় খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক‌্যাল বিশ্ববিদ্যালয়ে যাবেন তারা।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার বলেন, ‘১৫ দিন পর পর খালেদা জিয়ার সঙ্গে তার পরিবারের সদস্যদের সাক্ষাতের কথা থাকলেও এক মাস পর এবার সাক্ষাতের অনুমতি দেয়া হয়েছে।’

উল্লেখ্য, সর্বশেষ গত ১৩ নভেম্বর চিকিৎসাধীন খালেদা জিয়ার সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক‌্যাল বিশ্ববিদ্যালয় গিয়ে তার স্বজনরা সাক্ষাৎ করেন।

প্রকাশ :ডিসেম্বর ১৪, ২০১৯ ১২:২২ অপরাহ্ণ