১৩ই জানুয়ারি, ২০২৬ ইং | ২৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | দুপুর ২:৪৭

বরিশালে বাড়ি থেকে নারীসহ তিন লাশ উদ্ধার

বরিশাল প্রতিনিধি : বরিশালের বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুরের একটি বাড়ি থেকে তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ, যারা সম্পর্কে আত্মীয়। তাদের মধ্যে দুইজন পুরুষ ও একজন নারী।

শনিবার সকালে লাশ তিনটি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আহম্মেদ।

নিহতরা হলেন- কুয়েতপ্রবাসী হাফেজ আব্দুর রবের মা মরিয়ম বেগম, ভগ্নিপতি শফিকুল আলম এবং খালাতো ভাই ইউসুফ।

জানা যায়, সকালে স্থানীয়রা বাড়িতে তিনজনের লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে লাশ তিনটি উদ্ধারের জন্য পুলিশ ঘটনাস্থলে যায়।

কীভাবে তাদের মৃত্যু হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাদের কেউ হত্যা করেছে কিনা তাও জানা যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠাবে পুলিশ। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা বাহিনীটি।

প্রকাশ :ডিসেম্বর ৭, ২০১৯ ১২:৪৩ অপরাহ্ণ