১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:৫৯

আইনজীবী তালিকাভুক্তি পরীক্ষা ২৮ ফ্রেব্রুয়ারি

আইনজীবী তালিকাভুক্তি নিবন্ধন পরীক্ষার (এমসিকিউ) তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ বার কাউন্সিল। আগামী মাসের ২৮ তারিখ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার এ সংক্রান্ত নোটিশ বাংলাদেশ বার কাউন্সিলের ওয়েবসাইটে দেয়া হয়েছে।

ভারপ্রাপ্ত সচিব মো. আফজাল-উর-রহমান স্বাক্ষরিত ওই নোটিশে বলা হয়েছে, ফেব্রুয়ারি মাসের ২৮ তারিখ সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এতে বলা হয়, পরীক্ষার প্রবেশপত্র বিতরণের সময়সূচি ও পরবর্তী নির্দেশনা বার কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইটে নোটিশের মাধ্যমে জানানো হবে। প্রবেশপত্রের মধ্যেই পরীক্ষা কেন্দ্রের নাম থাকবে বলে বার কাউন্সিলের পক্ষ থেকে জানানো হয়েছে।

প্রকাশ :ডিসেম্বর ৫, ২০১৯ ৫:০৮ অপরাহ্ণ