১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৩৫

১৩ বছরের সাজাপ্রাপ্ত আসামিকে অস্ত্রসহ আটক

নিজস্ব প্রতিবেদক:   

১৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী শরীফুল ইসলাম সাগরসহ দুইজনকে বিদেশী পিস্তল ও গুলিসহ গ্রেফতার করেছে টাঙ্গাইলের সখীপুর থানা পুলিশ। শুক্রবার গভীর রাতে তার গ্রামের বাড়ি টাঙ্গাইলের সখীপুর উপজেলার ইন্দ্রজানী গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

জানা যায়, ঢাকার সাগর বাহিনীর প্রধান শরীফুল ইসলাম সাগর। তার বিরুদ্ধে ঢাকাসহ দেশের বিভিন্ন থানায় খুন, অস্ত্র, ডাকাতি, অপহরণ ও চাঁদাবাজিসহ ১০টি মামলা রয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, সখীপুর উপজেলার ইন্দ্রজানী গ্রামের জয়নাল আবেদিনের ছেলে শরীফুল ইসলাম সাগর ও ময়মনসিংহের নান্দাইলের কুদরত আলীর ছেলে হাবিবুর রহমান হাবিব।

সখীপুর থানার ওসি মাকছুদুল আলম জানান, ঢাকার সাগর বাহিনীর প্রধান শরীফুল ইসলাম সাগর ১৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে তার গ্রামের বাড়ি সখীপুর উপজেলার ইন্দ্রজানী গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ইতালিয়ান একটি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। তার স্বীকারোক্তি মোতাবেক তার সহযোগী হাবিবুর রহমান হাবিবকে ময়মনসিংহের নান্দাইল থেকে একটি দেশীয় তৈরী পাইপগানসহ গ্রেফতার করা হয়েছে।

দৈনিক দেশজনতা/এমএম

প্রকাশ :জুন ১০, ২০১৭ ৩:২৬ অপরাহ্ণ