২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৭:১০

চিরনিদ্রায় শায়িত হলেন ভাষাসৈনিক রওশন আরা বাচ্চু

মৌলভীবাজার সংবাদদাতা : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার তার নিজ গ্রাম উছলাপাড়ায় দাফন সম্পন্ন হয়।

এর আগে বুধবার বেলা ১১টায় তার নামাজে জানাজা মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার নবীন চন্দ্র মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।

তার জানাজার নামাজের পূর্বে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক নাজিয়া শিরিন, জেলা পুলিশ সুপার ফারুক আহমদ, ভাষা রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক ডা. এম এ মুক্তাদির।

এসময় শ্রদ্ধা জানান জনপ্রতিনিধি, স্থানীয় রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা।

মঙ্গলবার ভোর রাতে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে চার মেয়ে ও আত্মীয় স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

১৯৩২ সালের ১৭ ডিসেম্বর মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার উছলাপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন ভাষাসৈনিক রওশন আরা বাচ্চু। তার বাবা এ এম আরেফ আলী, মা মনিরুন্নেসা খাতুন।

তিনি পিরোজপুর গার্লস স্কুল থেকে ম্যাট্রিক, বরিশালের ব্রজমোহন কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করেন। ১৯৫৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে অনার্স ও পরে ইতিহাসে এমএ পাস করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিনগুলোতে তিনি গণতান্ত্রিক প্রোগ্রেসিভ ফ্রন্টে যোগ দিয়ে জড়িয়ে পড়েন ছাত্র রাজনীতিতে। সলিমুল্লাহ মুসলিম হল এবং উইম্যান স্টুডেন্টস রেসিডেন্সের সদস্যও নির্বাচিত হয়েছিলেন তিনি।

রওশন আরা বাচ্চুর মেয়ে তানভির ফারহানা ওয়াহিদ  বলেন, ‘রাষ্ট্রীয় স্বীকৃতির জন্য মা ভাষা আন্দোলন করেননি। দেশের ভাষার জন্য আন্দোলন করেছেন। দেশের সর্বত্র বাংলা ভাষার প্রচলন হলে তার আত্মা শান্তি পাবে।’

তিনি আরো বলেন, ‘মা বেশ কদিন ধরেই অসুস্থ ছিলেন। অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার ভোর রাত সাড়ে ৩টার দিকে তিনি মারা যান।’

১৯৫২ সালে ভাষা আন্দোলনের একজন অন্যতম সৈনিক ছিলেন রওশন আরা বাচ্চু। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি নিজের জীবন বাজি রেখে যেসব ছাত্র নেতারা তৎকালীন প্রাদেশিক সরকারের ডাকা ১৪৪ ধারা ভেঙে মাতৃভাষার অস্তিত্ব রক্ষার আন্দোলনে নেমেছিলেন, রওশন আরা বাচ্চু তাদের মধ্যে অন্যতম।

সেদিন পুলিশের ব্যারিকেড ভেঙে মিছিল নিয়ে এগিয়ে গেলে তিনি পুলিশের আক্রমণের শিকার হয়ে আহত হন। তিনি একাধারে একজন রাজনীতি সচেতন ও শিক্ষানুরাগী ছিলেন।

প্রকাশ :ডিসেম্বর ৪, ২০১৯ ৬:৪১ অপরাহ্ণ