অনলাইন সংস্করণ : ভারতের উত্তর প্রদেশের মোহাবায় বিয়ে করতে যাওয়ার পথে এক বর তার সঙ্গের যাত্রীদের থামিয়ে একটি প্রতিবাদী গোষ্ঠীর অনশন-ধর্মঘটে অংশ নিয়েছেন।
রোববার রাতে এমন ঘটনা ঘটেছে বলে ইন্ডিয়া টুডের খবরে জানা গেছে।
মোহাবায় একটি মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে গত ১০ দিন ধরে অনশন-ধর্মঘট চলছিল। এসব লোক সেখানে অনির্দিষ্টকালের অনশনে বসেছেন বলে খবরে জানা গেছে।
বিক্ষোভকারীরা বলেন, গত ১০ দিন ধরে আমরা অনির্দিষ্টকালের অনশন-ধর্মঘটে রয়েছি। এখানে একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবি জানিয়ে আসছি আমরা।
তারা জানান, এক ব্যক্তি এই পথ দিয়েই বিয়ে করতে যাচ্ছিলেন। তিনি আমাদের দেখে আমাদের দাবি সম্পর্কে জিজ্ঞেস করেন, এরপর অনশনে যোগ দেন।
প্রতিবাদকারীদের একজন বলেন, ওই বর আমাদের দাবির সঙ্গে সংহতি প্রকাশ করেছেন। এখানে একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা দরকার বলে তিনি মনে করেন।