১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৫৬

মুদি দোকান খুঁড়তেই মিললো ৫ বস্তা পয়সা

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের কাজীপুরে হরিনাথপুর সকাল বাজারে এক মুদির দোকান খুঁড়ে পাঁচ বস্তা পয়সা মিলেছে।

বুধবার সকালে এতথ্য নিশ্চিত করেছেন কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম লুৎফর রহমান।

মৃদুল নামের ওই মুদি দোকানির মাচার নিচের মাটি খুঁড়ে এ পাঁচ বস্তা পয়সা পাওয়া যায়। মৃদুলের বাড়ি উপজেলার হরিনাথপুর সাহা পাড়ায়।

জানা যায়, মঙ্গলবার দোকানের সামনের বসার মাচা ভেঙে গেলে নতুন করে মাচা তৈরির জন্য মাটি খুঁড়তে গেলেই পাওয়া যায় এই পয়সার খনি। একে একে এক, দুই ও পাঁচ টাকার পয়সা বের হতে থাকে। পরে ওই মুদি দোকানি পয়সাগুলো বস্তায় ভরে নিজ বাড়িতে নিয়ে যান।

দোকানি মৃদুল বলেন, দীর্ঘদিন দোকানদারি করতে গিয়ে নিচে পয়সা পরে পরে এতোগুলো পয়সা জমে গেছে।

কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম লুৎফর রহমান জানান, পাঁচ বস্তা পয়সা উদ্ধারের কথা শুনেছি। এ বিষয়ে এখনও লিখিত কোন অভিযোগ পাওয়া যায়নি। তবে ঘটনা তদন্ত করে দেখা হবে।

প্রকাশ :ডিসেম্বর ৪, ২০১৯ ১:০৯ অপরাহ্ণ