১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৪২

‘রিজার্ভ চুরির অর্থ শিগগিরই ফেরত পাওয়া যাবে না’

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির অর্থ ফেরত পেতে বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা করবে ফিলিপাইন। তবে শিগগিরই এই চুরি হওয়া বাকি অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা কম বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব (এশিয়া ও প্যাসিফিক) মাসুদ বিন মোমেন।

মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় ফিলিপাইনের সঙ্গে সচিব পর্যায়ের দ্বিতীয় বৈঠক শেষে তিনি একথা বলেন।

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরি হওয়া ১০ কোটি ১০ লাখ ডলারের মধ্যে সাড়ে ছয় কোটি ডলার এখনো উদ্ধার করা যায়নি বলে জানা গেছে।

বৈঠকে আলোচনার বিষয় নিয়ে মাসুদ বিন মোমেন বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরি হওয়া অর্থ ফেরত আনার বিষয়ে কথা হয়েছে। ফিলিপাইন বলেছে, চুরি হওয়া অর্থ ফেরত পাওয়ার জন্য সব ধরনের সহযোগিতা দেবে। তবে শিগগিরই অর্থ ফেরত পাওয়ার সম্ভবনা কম।’

মোমেন বলেন, ‘একটা আইনি প্রক্রিয়ার মাধ্যমে যাওয়া হচ্ছে। এই প্রক্রিয়ায় সব ধরনের সহযোগিতা করবে ফিলিপাইন।’

বৈঠকে ফিলিপাইনের সঙ্গে কৃষি, অভিবাসন, স্বাস্থ্যসহ কয়েকটি সমঝোতা চুক্তি হওয়ার পাশাপাশি বাংলাদেশের অভিবাসন সেক্টর নিয়ে দুই দেশ একসঙ্গে কাজ করার বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে।

প্রকাশ :ডিসেম্বর ৩, ২০১৯ ৩:২৭ অপরাহ্ণ