জাতির সূর্য সন্তান মুক্তিযোদ্ধাদের অসচ্ছল থাকাটা রাষ্ট্রের জন্য লজ্জার বলে মন্তব্য করেছেন হাইকোর্ট।
রাষ্ট্রের পক্ষ থেকে ভাতা করুণা নয়, এটা তাদের অধিকার বলেও মন্তব্য করেন আদালত।
মঙ্গলবার বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন।
একইসঙ্গে পাবনা, চাঁদপুর, কুষ্টিয়াসহ চার জেলার ২০৮ মুক্তিযোদ্ধাকে ৯০ দিনের মধ্যে গেজেটভুক্ত করার নির্দেশ দেন আদালত।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার তৌফিক এনাম টিপু। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাস গুপ্ত।
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

