১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:১১

২৮ ডিসেম্বর শুরু হচ্ছে বুয়েট পরীক্ষা

অতি শিগগিরই বুয়েটের ক্লাস-পরীক্ষা শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছেন বুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মিজানুর রহমান।

এক্ষেত্রে আগামী ২৮ ডিসেম্বর টার্ম ফাইনালের চূড়ান্ত তারিখ নির্ধারণ করে এগুতে চান বলে জানিয়েছেন তিনি।

মঙ্গলবার তিনি  বলেন, আমরা শিক্ষার্থীদের সকল দাবি মেনে নিয়েছি। ফলে পরীক্ষা কার্যক্রম শুরু করতে আর কোনো বাধা নেই।

তিনি বলেন, আমাদের সকল সিদ্ধান্ত নিতে একাডেমিক কাউন্সিলের সঙ্গে বৈঠক করতে হবে। আগামী শনিবার মিটিংয়ের সময় নির্ধারণ করা হয়েছে। মিটিং থেকে পরীক্ষার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে, যেটি পরে জানিয়ে দেয়া হবে। তবে আগামী ২৮ তারিখকে সম্ভাব্য সময় ধরে আমরা কাজ করতে চাই। নির্দিষ্ট সময়েই পরীক্ষা শুরু করতে চাই।

প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে শিক্ষার্থীরা। তারা বলছেন, যেহেতু প্রশাসন আমাদের অধিকাংশ দাবি মেনে নিয়েছে সেহেতু পরীক্ষায় বসা যায়। তবুও আমরা প্রশাসনের সঙ্গে একবার বসতে চাই। সব বিষয়ে খোলামেলা আলোচনা করতে চাই। প্রশাসনের সঙ্গে আলোচনা শেষে বিস্তারিত জানাবো।

বৈঠকের বিষয়ে জানতে চাইলে বুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মিজানুর রহমান রাইজিংবিডিকে বলেন, তারা এখন পর্যন্ত আমাকে কিছু জানায়নি।

আবরার হত্যাকাণ্ডের পর ক্লাস-পরীক্ষা বর্জন করে ১০ দফা দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। সর্বশেষ তিন দফা দাবি তোলেন তারা।

শিক্ষার্থীদের সর্বশেষ দাবিগুলো হলো- মামলার অভিযোগপত্রের ভিত্তিতে অভিযুক্তদের স্থায়ী বহিষ্কার, বুয়েটের আহসানউল্লাহ, তিতুমীর ও সোহরাওয়ার্দী হলে ঘটে যাওয়া নির্যাতনের বিষয়ে অভিযুক্তদের অপরাধ অনুযায়ী শাস্তি প্রদান, সাংগঠনিক ছাত্র রাজনীতি ও নির্যাতনের বিষয়ে শাস্তির আইন।

এর জন্য প্রশাসন তিন সপ্তাহের সময় চায় শিক্ষার্থীদের কাছ থেকে। নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই তাদের সব দাবি মেনে নিয়েছে প্রশাসন। দাবি মেনে নেওয়ার মাধ্যমে পুনরায় সচল হতে শুরু করেছে ক্যাম্পাস।

প্রকাশ :ডিসেম্বর ৩, ২০১৯ ১:০৫ অপরাহ্ণ