বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) চিকিৎসকদের কাছে আগামী ৫ ডিসেম্বর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ‘অবিকৃত স্বাস্থ্য প্রতিবেদন’ আদালতে উপস্থাপনের দাবি জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
সোমবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক প্রতিবাদ সভায় তিনি এই দাবি জানান।
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বেগম খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানি ৫ ডিসেম্বর পর্যন্ত মূলতবি রেখেছেন সুপ্রিম কোর্ট। ওইদিন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য প্রতিবেদন আদালতে উপস্থাপনের নির্দেশ দিয়েছেন আদালত। সেদিন সুপ্রিম কোর্টে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সঠিক চিত্র তুলে ধরার দাবি জানিয়ে মির্জা আব্বাস বলেন, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য প্রতিবেদন সুপ্রিম কোর্টে উপস্থাপন করা হবে। আমরা চাই, ওইা প্রতিবেদন যে অবস্থায় আছে, সেই অবস্থায় উপস্থাপন করা হোক। অবিকৃত অবস্থায় উপস্থাপন করা হোক। পরিবর্তন যেন না করা হয়। তাহলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের প্রকৃত অবস্থা জানা যাবে।’
খালেদা জিয়ার সঙ্গে দেখা করার সুযোগ দেয়া হচ্ছে না অভিযোগ করে তিনি বলেন, ‘খালেদা জিয়া অসুস্থ। তার সঙ্গে এখন আর দেখা করতে দেয়া হচ্ছে না। সন্দেহ হচ্ছে, চিকিৎসার নামে তার অপচিকিৎসা করা হচ্ছে কিনা, ক্ষতি করার জন্য। খালেদা জিয়ার ক্ষতি হলে তার হিসাব জনগণ পাই পাই করে নেবেন।’
এসময় আরও বক্তব্য রাখেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট গৌতম চক্রবর্তী, কৃষক দলের আহ্বায়ক কমিটির সদস্য মিয়া মোহাম্মদ আনোয়ার প্রমুখ।
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

