ব্যক্তিগত কাতায় ছেলে ও মেয়েদের বিভাগে পৃথক পদকের পর এবার দলগত মেয়েদের কাতায় ব্রোঞ্জ পেল বাংলাদেশ।
মেয়েদের ব্যক্তিগত কাতায় ব্রোঞ্জ পেয়েছিলেন হুমায়রা আক্তার অন্তরা। তার হাত ধরে বাংলাদেশ এসএ গেমসে প্রথম পদক পায়। মেয়েদের পর ছেলেদের কাতায় বাংলাদেশ পায় ব্রোঞ্জ। ছেলেদের ব্যক্তিগত কাতায় মো. হাসান খান বাংলাদেশের দ্বিতীয় পদক অর্জন করেন।
সোমবার নেপালের সাদোবাদো আন্তর্জাতিক স্পোর্টস কমপ্লেক্সে মেয়েদের দলগত কাতায় বিচারকদের কৃপণতায় ব্রোঞ্জ পদক জেতেন বাংলাদেশের নুমি মারমা, উলামে মারমা ও কারিমা খাতুন।
স্বর্ণ জয়ের প্রত্যাশা নিয়ে ম্যাটে নেমে ব্রোঞ্জ জেতায় যারপরনাই হতাশ হয়েছেন মেয়েরা। ম্যাচ শেষে কান্নায় ভেঙে পড়েন। কর্মকর্তারাও তাদের কষ্ট লুকাতে পারেননি। গণমাধ্যমের আগ্রহ থাকলেও কথা বলতে রাজী হননি কেউ।
বিচারকদের ওপর ক্ষোভ ঝেরে বাংলাদেশ জাতীয় কারাতে দলের জাপানি কোচ কিতামুরা তেসুরো বলেন, ‘দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশের পারফরম্যান্স দেখে আমি লিখেই রেখেছিলাম নেপালের সঙ্গে আমরা ফাইনালে খেলব। কিন্তু জাজমেন্ট ভালো হয়নি। পাকিস্তানের চেয়ে আমাদের পারফরম্যান্স বেশ ভালো ছিল।’
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

