২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:৫১

দুই ভাইকে হত্যায় চারজনের ফাঁসি, সাতজনের যাবজ্জীবন

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার ভেড়ামারায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় দুই ভাইকে হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন জেলার একটি আদালত। এছাড়া রায়ে সাতজনের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

রবিবার সকালে কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এই আদেশ দেন।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অনুপ কুমার নন্দী জানান, ২০১৬ সালের ২৫ এপ্রিল কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় এক স্কুলছাত্রীকে ইভটিজিং করেন কয়েকজন যুবক। এসময় প্রতিবাদ করায় তারা দুইভাইকে পিটিয়ে হত্যা করেন।

এর পরদিন নিহতের ভাই জাকারুল ইসলাম বাদী হয়ে ভেড়ামারা থানায় একটি হত্যা মামলা করেন। দীর্ঘ শুনানি শেষে আদালত আজ এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

প্রকাশ :ডিসেম্বর ১, ২০১৯ ২:৪৪ অপরাহ্ণ