আজ বুধবার রাতের একটি ফ্লাইটে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন শিলা। বিশ্ব দরবারে লড়াই শুরুর আগে দেশের মানুষের কাছে দোয়া চেয়েছেন তিনি। সঙ্গে আলাপকালে শিলা বলেন, ‘সবার কাছে দোয়া চাই। সবাই মন থেকে আমার জন্য দোয়া করবেন। বাংলাদেশের প্রতিনিধি হয়ে মিস ইউনিভার্সের মঞ্চে দাঁড়াব। কিন্তু আমি চাই, পুরো বাংলাদেশ আমার সঙ্গে থাকুক।’
এদিকে গত ২৩ নভেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং তাঁর দোয়া নেন শিলা। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘গত শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আমরা গিয়েছিলাম। আপার সঙ্গে সোয়া ৭টার দিকে সাক্ষাৎ করেছি। আপাকে সালাম করেছি। তারপর প্রায় এক ঘণ্টার মতো বিভিন্ন বিষয়ে কথা বলেছি।’
গত ২৩ অক্টোবর ঝলমলে আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০১৯’। সেখানে সেরা ১০ প্রতিযোগীকে পেছনে ফেলে বিজয়ী হন ঠাকুরগাঁওয়ের মেয়ে শিরিন আক্তার শিলা। পূর্ব ঘোষণা অনুযায়ী বিজয়ী শিলার মাথায় মুকুট পরিয়ে দেন ‘মিস ইউনিভার্স ৯৪’ বিজয়ী সুস্মিতা সেন।