অর্থনৈতিক প্রতিবেদক : চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত (১০ মাস) আর্থিক সমস্যার কারণে ৬০ পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে। এতে চাকরি হারিয়েছেন ২৯ হাজার ৫৯৪ জন শ্রমিক।
বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি রুবানা হক এ তথ্য জানিয়েছেন।
রুবানা হক বলেন, ‘আর্থিক সমস্যার কারণে চলতি বছরের প্রথম ১০ মাসে দেশের ৬০ পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে। এতে ২৯ হাজারের বেশি শ্রমিক বেকার হয়ে পড়েছেন।’
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

