অর্থনৈতিক প্রতিবেদক : চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত (১০ মাস) আর্থিক সমস্যার কারণে ৬০ পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে। এতে চাকরি হারিয়েছেন ২৯ হাজার ৫৯৪ জন শ্রমিক।
বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি রুবানা হক এ তথ্য জানিয়েছেন।
রুবানা হক বলেন, ‘আর্থিক সমস্যার কারণে চলতি বছরের প্রথম ১০ মাসে দেশের ৬০ পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে। এতে ২৯ হাজারের বেশি শ্রমিক বেকার হয়ে পড়েছেন।’