১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:১৩

কঙ্গোতে ১৭ যাত্রীসহ বিমান বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক : আফ্রিকার মধ্যাঞ্চলীয় দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে প্রায় ১৭ জন যাত্রীসহ একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এখনও পর্যন্ত হতাহতের সংখ্যা স্পষ্ট হয়নি। তবে এ ঘটনায় বেশ কয়েকজন নিহত হয়েছেন বলে স্থানীয় নর্থ কিভু প্রদেশের গভর্নরের দপ্তর জানিয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, রবিবার দেশটির পূর্বাঞ্চলীয় গোমা শহরে বিমানটি বিধ্বস্ত হয়। ‘বিজি বী’ নামের একটি কোম্পানি বিমানটি দিয়ে ফ্লাইট পরিচালনা করত।

নর্থ কিভু প্রদেশের গভর্নরের দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, গোমা থেকে উড্ডয়নকালে বিমানটি বিধ্বস্ত হয়। একই প্রদেশের বেনি শহরে যাওয়ার কথা ছিল ফ্লাইটটির।

কঙ্গোতে বিমান দুর্ঘটনা একটি নিয়মিত ঘটনা। কারণ সেখানে বিমান দুর্ঘটনা এড়ানোর জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেই। নিয়মিত বিমান দুর্ঘটনার অভিযোগে ‘বিজি বী’ কোম্পানিকে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে নিষিদ্ধ করা হয়েছে। গত অক্টোবরে একই বিমানবন্দরে বিমান দুর্ঘটনায় আট যাত্রীর সবাই নিহত হয়।

প্রকাশ :নভেম্বর ২৪, ২০১৯ ৪:৩০ অপরাহ্ণ