২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৩:৫২

উত্তরায় চালু হচ্ছে গাড়িমুক্ত সড়ক

রাজধানীর উত্তরার সোনারগাঁ জনপথ সড়কের একপাশকে কার ফ্রি স্ট্রিট (গাড়িমুক্ত সড়ক) করা হচ্ছে।

প্রতি শুক্রবার সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত সেক্টর ১১ এর ২/এ নম্বর সড়ক থেকে চৌরাস্তা পর্যন্ত এটি গাড়িমুক্ত থাকবে।

সিটি করপোরেশন থেকে জানানো হয়েছে, এ সড়কে স্থানীয়রা স্বতঃস্ফুর্ত অংশ গ্রহণে ওয়াকিং, সাইক্লিং, স্কেটিং, ঘুড়ি ওড়ানো, নৃত‌্য, গান, ছবি আঁকা, আড্ডা, বই পড়াসহ বিভিন্ন ধরনের কর্মকাণ্ড পরিচালিত হবে।

বৃহস্পতিবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার সকালে গাড়িমুক্ত সড়ক উদ্বোধন করার কথা রয়েছে।

প্রসঙ্গত, বিশ্ব গাড়ি মুক্ত দিবসে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউসহ বিভিন্ন জায়গায় কার ফ্রি স্টিটের কর্মসূচি পালন করা হয়। তবে স্থায়ীভাবে সপ্তাহে একদিনের জন্য কিছু সময়ের জন্য গাড়িমুক্ত সড়ক পেতে যাচ্ছে রাজধানীবাসী।

প্রকাশ :নভেম্বর ২১, ২০১৯ ৬:৫৯ অপরাহ্ণ