নিজস্ব ওয়েবসাইটের পাশাপাশি প্রায় তিন বছর আগে মোবাইল অ্যাপের মাধ্যমে টিকিট বিক্রির উদ্যোগ নেয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এই উদ্যোগ অনুযায়ী ‘বিমান বাংলাদেশ এয়ারলাইন্স’ নামে একটি অ্যাপ তৈরির লক্ষ্যে ২০১৭ সালের ৪ জানুয়ারি ছয় সদস্যের একটি কমিটি করেছিল বিমান। কমিটি গঠনের পর প্রায় তিন বছর পার হয়ে গেলেও অ্যাপটি চালু করতে পারেনি রাষ্ট্রায়ত্ত সংস্থাটি। পরন্তু বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোকাব্বির হোসেন জানাচ্ছেন, মোবাইল অ্যাপ বানাতে আগে কোনও কমিটি হয়েছিল কিনা, সেটি তার জানা নেই।
এদিকে, মঙ্গলবার (২০ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান জানিয়েছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যাত্রীদের যাত্রা সহজীকরণ, গতিশীল ও নির্বিঘ্ন করার জন্য ‘বিমান বাংলাদেশ এয়ারলাইন্স’ নামে একটি অ্যাপ চালু করতে যাচ্ছে। এই অ্যাপ ব্যবহার করে নিজের মোবাইল থেকেই বিমানের সব গন্তব্যের টিকিট কেনা যাবে। যাত্রীরা বিকাশ, রকেট বা যেকোনও কার্ডের মাধ্যমে টিকিটের মূল্য পরিশোধ করতে পারবেন। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল অ্যাপস স্টোর থেকে স্মার্টফোনে অ্যাপটি ডাউনলোড করলে পৃথিবীর যেকোনও প্রান্ত থেকে বিমানের ফ্লাইট সংক্রান্ত সব তথ্য পাওয়া যাবে। এই অ্যাপের মাধ্যমে যাত্রীরা ফ্লাইট সম্পর্কিত সব তথ্য, ফ্লাইট স্ট্যাটাস, ফ্লাইট শিডিউল, সেলস সেন্টারগুলোর ঠিকানা, অনলাইন টিকিট ও রিফান্ড হেল্প ডেস্ক এবং টিকিট বুকিং সংক্রান্ত সব তথ্য জানতে পারবে।
বিমান সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ৪ জানুয়ারি মোবাইল অ্যাপ বানাতে একটি কমিটি করেছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বিমানের তৎকালীন পরিচালক (প্রশাসন) বেলায়েত হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে ছয় সদস্যের কমিটি গঠন করা হয়। ওই আদেশে বলা হয়, কমিটিকে ৩০ দিনের মধ্যে বাজেটসহ বাস্তবায়ন করার পরিকল্পনা জমা দিতে হবে। একইসঙ্গে টেন্ডার দেওয়ার যাবতীয় কার্যাবলি প্রস্তুত করতেও নির্দেশ দেওয়া হয়।
এই কমিটির প্রধান ছিলেন সেলস বিভাগের ডেপুটি জেনারেল ম্যানেজার ও সদস্য সচিব ছিলেন অ্যাসিসটেন্ট ম্যানেজার (কমার্শিয়াল)।