২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৩:০৯

পরিবহন ধর্মঘট প্রত্যাহারের আহ্বান যাত্রী সমিতির

কর্মবিরতির নামে অঘোষিত পরিবহন ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

একই সঙ্গে মালিক-শ্রমিক-যাত্রীসহ সব মহলকে সড়ক পরিবহন আইন বাস্তবায়নে সহযোগিতা করারও আহ্বান জানায় সংগঠনটি।

বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী বলেন, ‘একটি স্বার্থবাদী গোষ্ঠী পরিবহন সেক্টরে প্রভাব বিস্তার করে সরকারের ভালো কাজগুলোকে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এই গোষ্ঠী জনগণের প্রত্যাশীত নতুন সড়ক আইন বাস্তাবায়নে বাধা দিচ্ছে। তারা নিরিহ শ্রমিকদের মাঝে গুজব রটিয়ে ফায়দা হাছিল করতে চায়।’

তার দাবি এই মহলটি পরিবহন সেক্টরে চাদাঁবাজি, ধান্ধাবাজি, নৈরাজ্য জিইয়ে রেখে দীর্ঘদিন নিজেদের স্বার্থ হাছিল করে আসছিল। নতুন সড়ক আইন বাস্তবায়ন হলে তাদের এসব অনৈতিক কর্মকাণ্ড বন্ধ হওয়ার শঙ্কায় নতুন ষড়যন্ত্রে মেতে উঠেছে।’ এদের খুঁজে বের করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

যেকোনো দাবি গণতান্ত্রিক পন্থায় আলাপ-আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানান মোজাম্মেল হক চৌধুরী।

প্রকাশ :নভেম্বর ২০, ২০১৯ ১২:৪১ অপরাহ্ণ