১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:০০

সালমানকে কাঁদিয়েছিলেন মালেক আফসারী

নিজস্ব প্রতিবেদক:

মালেক আফসারীর পরিচালনায় ‘এই ঘর এই সংসার’-এ অভিনয় করেছিলেন সালমান শাহ। কমেডিধর্মী সিনেমাটির কথা মুক্তির দুই যুগ পরও স্মরণ করা হয়ে থাকে। সম্প্রতি সিনেমাটি নিয়ে ফেসবুকে স্মৃতি বর্ণনা করলেন মালেক আফসারী।

জানান, শুটিং-এর প্রথমদিন তার ধমকে কেঁদেছিলেন অমর নায়ক, চোখের জল ধরে রাখতে পারেননি এ পরিচালকও।

‘মাস্টার মেকার’ হিসেবে ঢালিউডে পরিচিত আফসারী লেখেন, “খলিল ভাই একদিন আমার অফিসে এসে বললেন, ‘সন্দেশ আনান, খাবো’, আনালাম। খেলেন। খেয়েদেয়ে ব্রিফকেস থেকে ২০ লাখ টাকা রাখলেন আমার টেবিলে। বললেন, ‘আপনার কাছে রাখেন, কয়েকদিন পরে নিয়ে যাবো।’ কয়েকদিন চলে গেল। মাস শেষে এফডিসি’তে জিজ্ঞাস করলাম, ‘খলিল ভাই ঘটনা কী?’। ইশারায় বুঝালেন… ‘থাক না আপনার কাছে।’ বুঝলাম গোপন টাকা।

রাতে রোজীকে সব খুলে বললাম। ও বলল, ‘টাকা বসিয়ে রেখে লাভ কী? তুমি কিছু টাকা দিয়ে খলিল ভাইয়ের সাথে পার্টনারশিপে ছবি বানাও।’ ভাবলাম আইডিয়া মন্দ না।

পরের দিন খলিল ভাইকে প্রস্তাব দেই। উনি এক কথায় রাজি। শুরু হয়ে গেল ‘এই ঘর এই সংসার’। প্রথম শুটিং-এর দিনই ঝামেলা বাঁধল। খাবার ব্রেকের পর শট রেডি। সব আর্টিস্ট রেডি। লাইট ক্যামেরা রেডি। কিন্তু সালমান শাহ নাই, নাই তো নাই-ই।

রোজী, বুলবুল আহমেদ, খলিল, তমালিকা, দুলারী, নাসির খান, তন্দ্রা ইসলাম ও নতুন নায়িকা বৃষ্টিকে নিয়ে আমি বসে আছি কিন্তু হিরো সাহেব গায়েব।

সালমান শাহ বাসায় খাওয়া-দাওয়া করে এক-দেড় ঘণ্টা পর হেলে দুলে এসে হাজির। আমার ভীষণ রাগ হলো। ভাবলাম ‘বিলাই’ এখনই মারার সময় নইলে…। এই স্টার পুরো ছবিতে জ্বালিয়ে মারবে।

বললাম, ‘তুমি না বলে শুটিং স্পট ছেড়ে গিয়েছ কেন? আমি তোমাকে নিয়ে কাজ করব না। না। ছবি এখানেই স্টপ। তোমাকে দুই লাখ টাকা সাইনিং (মানি) দিয়েছি। ইচ্ছা হলে ফেরত দিবা, না দিলে না।’ প্যাকাপ বলে জোরে চিৎকার দিলাম।

আর এক মুহূর্ত অপেক্ষা না করে ছাদে চলে যাই আমি। শুটিং চলছিল ঝিকাতলা আমার বোন বাবলির বাসায়। ১০ মিনিট পর খলিল ভাই এসে বলল, ‘তাড়াতাড়ি নিচে আসেন। হিরো তো কাঁদতে কাঁদতে শেষ…।’

দৌড়ে সিড়ি বেয়ে নামি। দেখি রোজী ও সবাই মিলে হিরোর মাথায় পানি দিচ্ছে। উঠে বসল আমাকে দেখে। চোখ দুটো ফোলা ফোলা লাল। আমি বুকে জড়িয়ে ধরলাম। বাচ্চার মতো কাঁদল। অহ্। মনে মনে ভাবলাম, ‘বিলাই’ মারতে যেয়ে আমি নিজেই ধরা, কারণ আমিও কাঁদছিলাম।

মৃত্যুর পর সালমান শাহর মা আমাকে জানাল, হিরোর ডায়েরির পাতায় একটি জায়গায় লোখা আছে, ‘এই সিনেমা জগতে একজন মানুষই আমাকে বকা দিয়েছে, অনেক কাঁদিয়েছে। এই রাগী লোকটার নাম মালেক আফসারী। যার ছবিতে আমি বারবার কাজ করতে চাই।’

‘এই ঘর এই সংসার’ রিলিজ হবার ঠিক এক মাস পর, এই আবেগপ্রবণ ছেলেটি সবাইকে কাঁদিয়ে চলে যায়। আমাদের আর এক সাথে কাজ করা হলো না। আমার অনুমতি নিয়ে কলকাতায় রিমেক হয় ছবিটি। টাইটেলে আমার নামও আছে। নাম একই ‘এই ঘর এই সংসার’।”

দৈনিক দেশজনতা/ এমএইচ

 

প্রকাশ :জুন ১০, ২০১৭ ১:১৪ অপরাহ্ণ