১১ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ১:০৭

ময়মনসিংহে বিশ্ববিদ্যালয় ছাত্রের লাশ উদ্ধার

ময়মনসিংহ : ময়মনসিংহে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া এক ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম শিশির খন্দকার।

রবিবার বেলা সোয়া ১২টার দিকে জেলার মুক্তাগাছা পৌরসভার ঈশ্বরগ্রাম মাঝিপাড়া এলাকায় একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। কচুরিপানা ভর্তি পুকুরে তার লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে জানায় এলাকাবাসী।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, শিশির খন্দকার শহরের লক্ষীখোলা এলাকার বাসিন্দা অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা খন্দকার হাবিবুর রহমানের ছেলে।
মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ জানান, লাশের শরীরে আঘাতের চিহ্ন দেখা যায়নি।  লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।

প্রকাশ :নভেম্বর ১৭, ২০১৯ ৫:২৬ অপরাহ্ণ