১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:৫৬

শাহ মখদুমে অবতরণকালে চাকা ফাটলো নভোএয়ারের

ব্যুরো প্রধান, রাজশাহী : রাজশাহীর হজরত শাহ মখদুম বিমানবন্দরে অবতরণের সময় বেসরকারি বিমান পরিবহন সংস্থা নভোএয়ার এয়ারলাইনসের একটি বিমানের চাকা ফেটে গেছে।

রবিবার সকাল ৯টা ৪৫ মিনিটে এই ঘটনা ঘটে। এ ঘটনায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন বিমানে থাকা ৩৩ জন যাত্রী।

বিমানবন্দরে নিরাপত্তার জন্য নিয়োজিত একজন দায়িত্বশীল কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শাহ মখদুমে আসে বিমানটি। অবতরণের সময় রানওয়ে স্পর্শ করলে বিমানটির পেছনের বাম পাশের একটি চাকা বিকট শব্দে ফেটে যায়।

আপাতত বিমানটি বিমানবন্দরেই আছে। ঢাকায় খবর দেয়া হয়েছে। সেখান থেকে লোক এসে বিমানের চাকার মেরামতের কাজ হবে।

এদিকে নভোএয়ারের এই বিমানটি দিয়ে ৫৫ জন যাত্রী ঢাকায় ফেরার কথা। তারা এখনো বিমানবন্দরে অপেক্ষায় আছেন। যাত্রা বাতিল করা হয়নি।

বিষয়টি নিয়ে কথা বলতে বিমানবন্দরের ব্যবস্থাপক সেতাফুর রহমানের মুঠোফোন যোগাযোগের চেষ্টা করা হলে তা বন্ধ পাওয়া যায়।

বিমানবন্দরের ফ্লাইট কন্ট্রোলার দিলারা পারভিনও বিষয়টি এড়িয়ে গেছেন। তিনি বলেন, কোনো সমস্যা হয়নি। সবকিছু ঠিকঠাকই আছে।

প্রকাশ :নভেম্বর ১৭, ২০১৯ ১২:৩৭ অপরাহ্ণ