১৭ই জানুয়ারি, ২০২৬ ইং | ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ১২:৩৪

ভোলায় যাত্রীবাহী লঞ্চ থেকে ৮শ কেজি জাটকা উদ্ধার

ভোলা জেলার সদর উপজেলায় মেঘনা নদীতে ঢাকাগামী যাত্রীবাহী ২টি লঞ্চ থেকে ৮শত কেজি জাটকা উদ্ধার করেছে কোষ্টগার্ড দক্ষিণ জোন সদস্যরা। বুধবার রাত ৯টার দিকে মেঘনার ইলিশা এলাকা থেকে চরফ্যাসন থেকে ছেড়ে আসা এমভি তাসরিফ-১ ও ফারহান-৪ লঞ্চ থেকে এসব জাটকা উদ্ধার হয়। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

কোষ্টগার্ড দক্ষিণ জোনের লেফটেনান্ট মাহবুবুল আলম শাকিল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে লঞ্চ ২টিতে অভিযান চালালে ৩টি ঝুড়ির মধ্যে থাকা মোট ৮শত কেজি জাটকা উদ্ধার হয়। উদ্ধারকৃত মাছ সকালে দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে বলে জানান তিনি। সূত্র : বাসস।

প্রকাশ :নভেম্বর ১৪, ২০১৯ ৪:৪৭ অপরাহ্ণ