১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:১০

আবেগাপ্লুত সাইমন

বিনোদন প্রতিবেদক : গত ৭ নভেম্বর পরপর দুই বছরের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করে গেজেট প্রকাশ করে তথ্য মন্ত্রণালয়। এতে ২০১৮ সালে যৌথভাবে সেরা অভিনেতার পুরস্কার পাচ্ছেন সাইমন সাদিক ও ফেরদৌস আহমেদ।

মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘জান্নাত’ সিনেমায় অভিনয়ের জন্য প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন সাইমন সাদিক। এমন স্বীকৃতিতে বেশ উচ্ছ্বসিত এই অভিনেতা। অনুভূতি প্রকাশ করে সাইমন সাদিক তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন।

‘‘শুরু করেছিলাম ২০১০ সালে স্বনামধন্য প্রযোজনা সংস্থা আনন্দমেলা চলচ্চিত্রের আব্বাসউল্লাহ শিকদার সাহেবের মাধ্যমে, আমার ওস্তাদ জাকির হোসেন রাজু স্যারের হাত ধরে প্রথম সিনেমা ‘জ্বি হুজুর’ দিয়ে। হাটিহাটি পা পা করে প্রায় এক দশকের ক্যারিয়ারে উনাদের মাধ্যমে পরিচিত হয়েছি অনেক জ্ঞানী গুণী প্রযোজক, পরিচালক, শিল্পী ও টেকনিশিয়ানদের সাথে। কাজ করেছি বহু প্রিয় ব্যক্তিত্বের সাথেও। এর সূত্র ধরেই পরিচয় ঘটে আমার অনেক প্রিয় পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক ভাইয়ের সাথে। উনাকে পরিচালক না বলে আমার বড় ভাই বলতেই আরাম পাই বেশি। যতটুকু দেখি-বুঝি সম্ভবত ভাইও এতেই বেশি আরামবোধ করেন।

মানিক ভাইয়ের সাথে কাজ করে কখনই মনে হয়নি শুটিং করছি, মনে হয়েছে বাস্তব জীবনের অংশ হিসেবেই তো এসব কিছু ঘটে যায় মানুষের জীবনে। আমারও এর ব্যতিক্রম হয়নি। কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপনের ভাষা হয়তো আমার জানা নেই! কেননা, মানিক ভাই তথা আমাদের এই ‘জান্নাত’ টিমের সকলের পরিশ্রমের ফলস্বরূপই যে আমি অর্জন করেছি আমার চলচ্চিত্র জীবন তথা আমার অল্প জীবনের সেরা অর্জন—জাতীয় চলচ্চিত্র পুরস্কার। কৃতজ্ঞতা প্রকাশের বাক্য হয়তো আমার জানা নেই, শুধু এতটুকু বলব, আমি আবেগাপ্লুত। ভালোবাসি আপনাদের, ভালোবাসি আমার সকল প্রযোজক, পরিচালক, সহশিল্পী, টেকনিশিয়ানদের, যারা আমাকে নিয়ে কাজ করেছেন এবং করছেন। আপনাদের এই ভালোবাসা ও দোয়ায় আজীবন আবেগাপ্লুত হতে চাই, কাজ করে যেতে চাই। ভালোবাসায় পাশে থাকতে ও রাখতে চাই আমৃত্যু। ধন্যবাদ আমার সকল প্রিয়জনদের।

আপনাদের প্রতি আমার অনেক ভালোবাসা আর সম্মান। আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন এবং অনেক অনেক ভালো থাকবেন।’’

প্রকাশ :নভেম্বর ১১, ২০১৯ ৫:৪৬ অপরাহ্ণ