দিল্লির বায়ু দূষণের শঙ্কা দূর করে হয়েছিল ভারত-বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি। রাজকোটে দ্বিতীয় ম্যাচেও অনিশ্চয়তা তৈরী করেছে আরব সাগরে উৎপত্তি হওয়া ঘূর্ণিঝড় মহা। কিন্তু বৃহস্পতিবার সকালের ঝকঝকে আকাশ বলে দিচ্ছে ম্যাচ নিয়ে শঙ্কা নেই। সকাল থেকেই রাজকোটের আকাশে ঝলমলে রোদ। তাই যথাসময়েই ম্যাচ আয়োজনের আশা করছে আয়োজকরা।
অবশ্য আগের দিন বুধবার বিকেলে কালো মেঘ জড়ো হয়েছিল, সন্ধ্যায় শুরু হয়েছিল তীব্র ঝড় আর প্রচণ্ড বৃষ্টি। ঘণ্টাখানেক থাকে এই বৈরী আবহাওয়া। এরপর রাতভর হালকা বৃষ্টি হলেও সকাল থেকেই ঝলমলে রোদের দেখা মিলেছে।
আরব সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মহা গুজরাট ও মহারাষ্ট্রের উপকূলে আঘাত হানার কথা ছিল। কিন্তু তা আগের দিনই দুর্বল হয়ে অনেকখানি সরে যায়। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছিল, মহা সরে গেলেও দিনভর ভারী বৃষ্টিপাত হবে। কিন্তু আবহাওয়া রিপোর্টকে ভুল প্রমাণ করে রাজকোটের আকাশ হাসছে।