১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:২১

‘শঙ্কার মেঘ’ কাটিয়ে রাজকোটের আকাশে ঝলমলে রোদ

অবশ্য আগের দিন বুধবার বিকেলে কালো মেঘ জড়ো হয়েছিল, সন্ধ্যায় শুরু হয়েছিল তীব্র ঝড় আর প্রচণ্ড বৃষ্টি। ঘণ্টাখানেক থাকে এই বৈরী আবহাওয়া। এরপর রাতভর হালকা বৃষ্টি হলেও সকাল থেকেই ঝলমলে রোদের দেখা মিলেছে।

আরব সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মহা গুজরাট ও মহারাষ্ট্রের উপকূলে আঘাত হানার কথা ছিল। কিন্তু তা আগের দিনই দুর্বল হয়ে অনেকখানি সরে যায়। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছিল, মহা সরে গেলেও দিনভর ভারী বৃষ্টিপাত হবে। কিন্তু আবহাওয়া রিপোর্টকে ভুল প্রমাণ করে রাজকোটের আকাশ হাসছে।

প্রকাশ :নভেম্বর ৭, ২০১৯ ৩:০৯ অপরাহ্ণ