১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:১১

জীবিত মুক্তিযোদ্ধা খোকাকে নিজ দেশে ঢুকতে দেয়নি সরকার: মির্জা ফখরুল

অবিভক্ত ঢাকার সাবেক মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার মতো একজন মুক্তিযোদ্ধাকে জীবিত অবস্থায় সরকার নিজ দেশে ঢুকতে দেয়নি বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘একজন মুক্তিযোদ্ধাকে জীবিত অবস্থায় নিজ দেশে ঢুকতে দেয়নি সরকার। এটি জাতির জন্য লজ্জার। এ রকম ঘটনার যেন আর পুনরাবৃত্তি না ঘটে।’

বৃহস্পতিবার (৭ নভেম্বর) শেরেবাংলা নগরে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। শ্রদ্ধা নিবেদনসহ বিএনপির নেতারা এখানে বিশেষ মোনাজাত করেন।

প্রকাশ :নভেম্বর ৭, ২০১৯ ২:০৭ অপরাহ্ণ