১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:০১

যুক্তরাষ্ট্রের সঙ্গে আঁতাতের খবর অস্বীকার রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্কঃ সিরিয়া ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে কোনও ধরনের আঁতাতের খবর অস্বীকার করেছে রাশিয়া। মস্কোতে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে কথা বলেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে তার দেশের এ ধরনের কোনও গোপন চুক্তি বা সমঝোতা নেই। বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে মিডল ইস্ট মনিটর।

সফররত বুরুন্ডির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ওই যৌথ সংবাদ সম্মেলনে রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, সিরিয়ার কোন কোন স্থান থেকে সন্ত্রাসী সংগঠনগুলোকে সরিয়ে নেওয়া হবে; এ ব্যাপারে ওয়াশিংটনের সঙ্গে মস্কোর কোনও চুক্তি হয়নি। এ ধরনের কোনও সম্ভাবনাও নেই।সিরিয়ায় যুক্তরাষ্ট্রের উপস্থিতিকে ‘অবৈধ’ হিসেবেও আখ্যায়িত করেন সের্গেই ল্যাভরভ।

তিনি বলেন, সিরিয়া পরিস্থিতির উন্নতি হয়েছে। দেশটির অখণ্ডতার সঙ্গে বৈরী আচরণ করে এমন একটি রাষ্ট্রের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি ফলপ্রসূ হবে না।

রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমি ওয়াশিংটনের সঙ্গে গোপন চুক্তির কোনও কারণ দেখি না। বরং গত অক্টোবরে রাশিয়ার সোচিতে তুরস্কের সঙ্গে আমাদের যে চুক্তি হয়েছে সেটির বাস্তবায়ন হচ্ছে।

প্রকাশ :নভেম্বর ৬, ২০১৯ ৬:৪৪ অপরাহ্ণ