এতে নৃত্য পরিবেশন করেন অপু বিশ্বাস, আঁচল আঁখি, মিষ্টি জান্নাত, শিরিন শিলা প্রমুখ। এ ছাড়া গান গেয়ে শ্রোতাদের মুগ্ধ করেন সংগীতশিল্পী দিলশান নাহার কনা, ইমরান মাহমুদুল, সালমা, তামান্না প্রমি, স্বপ্নীল সজিব, জুঁইসহ অনেকে। এ সময় আরো উপস্থিত ছিলেন চিত্রনায়ক জায়েদ খান, অঞ্জনা সুলতানা প্রমুখ।
সিদ্দিক-শান্তা জাহান ও বারিশ হকের উপস্থাপনায় অনুষ্ঠানের কো-অর্ডিনেট করেন অভিনেতা ও প্রযোজক নজরুল রাজ।
‘মেহেদী ফুড কোর্টের উদ্বোধন করেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর। রংধনু গ্রুপের এ ফুড কোর্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ ছাড়াও ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমান, নারায়ণগঞ্জ-২ আসনের সাংসদ নজরুল ইসলাম বাবু, জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা প্রমুখ।
এতে সভাপতিত্ব করেন রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলাম। সভাপতির বক্তব্যে তিনি বলেন, ‘দেশ-বিদেশের মানসম্মত খাবারের দোকানগুলো এক ছাদে নিয়ে আসা বড় চ্যালেঞ্জ ছিল। সে লক্ষ্য অর্জনে সফল হয়েছে রংধনু গ্রুপ। প্রধানমন্ত্রীর ঘোষিত দেশে নিরাপদ খাবারের ঘোষণার সাথে একাত্মতা ঘোষণা করেই রংধনু গ্রুপের এই ক্ষুদ্র প্রয়াস। ভবিষ্যতে দেশের সকল বিভাগীয় শহরে এ ধরনের ফুড কোর্ট গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।’
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

