২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:২৩

সম্মাননা পাচ্ছেন রেজওয়ানা চৌধুরী বন্যা

বিনোদন ডেস্ক : রবীন্দ্রসংগীতে বিশেষ অবদান রাখার জন্য ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনের অ্যালামনাই পুরস্কার পাচ্ছেন বরেণ্য সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা।

আগামী ১৫ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৬টায় জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে এই পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করেছে ঢাকাস্থ ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র। এ সময় রেজওয়ানা চৌধুরী বন্যার হাতে পুরস্কার তুলে দেবেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাশ।

ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র সূত্রে জানা যায়, ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনের অ্যালামনাই পুরস্কার পাচ্ছেন বিশ্বভারতীর সাবেক শিক্ষার্থী রেজওয়ানা চৌধুরী বন্যা। এদিন সন্ধ্যায় সংগীত পরিবেশন করবে তার গানের সংগঠন সুরের ধারা।

এর আগে সাহিত্য ও সংস্কৃতি ক্ষেত্রে অবদানের জন্য ‘স্বাধীনতা পুরস্কার’, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সর্বোচ্চ পুরস্কার ‘বঙ্গভূষণ’, ‘ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক’সহ নানা সম্মাননা পেয়েছেন তিনি।

রংপুরে জন্মগ্রহণ করেন রেজওয়ানা চৌধুরী বন্যা। প্রথমে ছায়ানটে গানের তালিম নেন, এরপর বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন তিনি। সেখানে শান্তিদেব ঘোষ, কণিকা বন্দ্যোপাধ্যায়, নীলিমা সেন, আশীষ বন্দ্যোপাধায়ের মতো শিক্ষকদের পেয়েছিলেন। দেশে ফিরে অর্থনীতি বিষয়ে পড়াশোনা শুরু করেন, পাশাপাশি বুলবুল ললিতকলা একাডেমিতে ভর্তি হন।

রবীন্দ্রসংগীত ছাড়াও ধ্রুপদী, টপ্পা ও কীর্তন গানে তালিম নেন এই সংগীতশিল্পী। তার বেশকিছু অ্যালবাম প্রকাশিত হয়েছে। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের চেয়ারপার্সন হিসেবে কর্মরত আছেন রেজওয়ানা চৌধুরী বন্যা।

প্রকাশ :নভেম্বর ৬, ২০১৯ ৪:১০ অপরাহ্ণ