২১শে নভেম্বর, ২০২৪ ইং | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৮:০৪

ময়মনসিংহ শিক্ষাবোর্ডে প্রথম জেএসসি পরীক্ষা শুরু

ময়মনসিংহ প্রতিনিধি : প্রথমবারের মতো ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি পরীক্ষা শুরু হয়েছে।

ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা ও শেরপুর জেলা নিয়ে ২০১৭ সালে প্রতিষ্ঠিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ময়মনসিংহে ১২৫টি কেন্দ্রে এবার ১ লাখ ৬৩ হাজার ৬৫৪ জন শিক্ষার্থী জেএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। ময়মনসিংহ জেলায় ৭২ হাজার ৫৭৮ জন শিক্ষার্থী ৪৮টি কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে।

সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মো. কামলা হোসেন এই তথ্য নিশ্চিত করে বলেন, ময়মনসিংহে প্রথম বারের মতো জেএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে সব ধরণের প্রস্তুতি নেওয়া হয়েছে।

এদিকে প্রথম বারের মতো ময়মনসিংহ শিক্ষাবোর্ডের অধীনে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা খুব খুশী।

ময়মনসিংহ প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুল কেন্দ্রের সচিব চাঁন মিয়া জানান, জেএসসি পরীক্ষা শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে গ্রহণের জন্য শিক্ষাবোর্ড সব কেন্দ্র সচিব ও প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে সভা করেছে।

তিনি আরও জানান, ময়মনসিংহ শিক্ষাবোর্ড প্রতিষ্ঠিত হওয়ায় সবার জন্যই সুবিধা হয়েছে। পরীক্ষাসহ নানা প্রয়োজনে আগে ঢাকা বোর্ডে যেতে হতো। এখন সব কাজ খুব সহজেই ময়মনসিংহ শিক্ষাবোর্ডে করা যাচ্ছে।

প্রকাশ :নভেম্বর ২, ২০১৯ ১২:১৯ অপরাহ্ণ