১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:৪৫

মিয়ানমারে ট্রাক খাদে পড়ে ১৫ বৌদ্ধ পুণ্যার্থী নিহত

বিদেশ ডেস্ক : মিয়ানমারের পূর্বাঞ্চলে একটি ট্রাক খাদে পড়ে এক ভিক্ষুসহ অন্তত ১৫ জন বৌদ্ধ পুণ্যার্থী নিহত হয়েছে। সোমবার সন্ধ্যায় শান রাজ্যে একটি ধর্মীয় উৎসব থেকে ফেরার পথে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। মঙ্গলবার মিয়ানমার পুলিশ এই তথ্য জানিয়েছে।

বার্তা সংস্থা এএফপিকে পুলিশ কর্মকর্তা মুইন্ট সোয়ে বলেছেন, ট্রাকটিতে ২৫জন লোক ছিল। নিয়ন্ত্রণ হারিয়ে তা খাদে পড়ে যায়। দুর্ঘটনাস্থলে ১৫ জন নিহত হয়েছেন এবং অপর দশজন আহত হয়েছেন।

পুলিশ কর্মকর্তা জানান, প্রত্যন্ত ও পাহাড়ি অঞ্চল হওয়ার কারণে রাতে উদ্ধার অভিযান পরিচালনা করা ঝুঁকিপূর্ণ।

গ্রীষ্মকালে বৌদ্ধ সংখ্যা গরিষ্ঠ মিয়ানমারে ধর্মীয় উৎসবে যোগ দিতে কয়েক লাখ মানুষ বিভিন্ন স্থানে যাতায়াত করেন। তবে কম খরচে যাতায়াতের জন্য এবং দেশটির সড়কের নিরাপত্তা ব্যবস্থা উন্নত না হওয়ায় প্রায়ই দুর্ঘটনা ঘটে।

প্রকাশ :অক্টোবর ৩০, ২০১৯ ২:২৯ অপরাহ্ণ