আইসিসি তাকে দুই বছরের নিষেধাজ্ঞার শাস্তি দিলেও এরমধ্যে আছে এক বছরের স্থগিত নিষেধাজ্ঞা। ভুল স্বীকার করায় তাকে এক বছরের স্থগিত নিষেধাজ্ঞা দিয়েছে আইসিসি। আইসিসির দুর্নীতিবিরোধী আইনের তিনটি ধারা ভেঙেছেন তিনি।
২০১৭ সালে বিশ্বের ঐতিহ্যবাহী মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি) তাদের বিশ্ব ক্রিকেট কমিটির সদস্য হিসেবে নিয়েছিল সাকিব আল হাসানকে। ক্রিকেটের প্রচলিত নিয়ম-নীতির রক্ষাকারী এই সংস্থাটি সাধারণত সাবেক ও বর্তমান আন্তর্জাতিক ক্রিকেটারদের দ্বারা পরিচালিত। ক্রিকেটের বিভিন্ন ইস্যু সমাধানে ভূমিকা রাখে সংস্থাটি।
এমসিসি অবশ্য সাকিবের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। এর চেয়ারম্যান মাইক গেটিং জানান, ‘কমিটি থেকে সাকিবকে হারানো সত্যিই দুঃখজনক। কারণ গত কয়েক বছরে তার অসাধারণ ভূমিকা ছিল। ক্রিকেটের অভিভাবক হিসেবে আমরা তার এমন সিদ্ধান্তকে স্বাগত জানাই। মনে করি এটা তার সঠিক সিদ্ধান্ত।’