২২শে জানুয়ারি, ২০২৬ ইং | ৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ২:২৫

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো মিনদানাও দ্বীপ

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিপাইনের মিনদানাও দ্বীপে ৬ দশমিক ৬ মাত্রা শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় আজ মঙ্গলবার এ ভূমিকম্প অনুভূত হয়। এ সময় আতঙ্কে লোকজন ছোটাছুটি করে রাস্তায় নেমে আসে।

ফিলিপাইন কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্প শক্তিশালী হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। তাৎক্ষণিক কোনো হতাহতের খবর জানা যায়নি।

এদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, এই ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও সুনামির আশঙ্কা নেই।

চলতি মাসে মিনদানাও দ্বীপে আরেকটি ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছিল। ৬ দশমিক ৮  মাত্রার ওই ভূমিকম্পে পাঁচজন নিহত এবং বেশ কিছু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়।

প্রকাশ :অক্টোবর ২৯, ২০১৯ ৩:০৩ অপরাহ্ণ