২১শে নভেম্বর, ২০২৪ ইং | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৯:২৭

ওসামার মতো একই পরিণতি বাগদাদির!

 আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যের সন্ত্রাসী গোষ্ঠী আইএস প্রধান আবু বকর আল-বাগদাদিকে হত্যার কথা জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এরপরই প্রশ্ন আসতে থাকে কোথায় তাকে দাফন করা হচ্ছে। এমন প্রেক্ষাপটে মার্কিন সেনারা জানালো, তারা বাগদাদির মরদেহ আল কায়েদা প্রধান ওসামা বিন লাদেনের মতো সাগরে ফেলে দিয়েছে।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানায়, যথাযথ ধর্মীয় রীতি মেনেই আবু বকর আল বাগদাদির মরদেহের সব ধরনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। এরপর তার লাশ দাফনের বদলে সমুদ্রে ফেলে দেয় মার্কিন সেনারা। তবে ঠিক কবে এবং কোথায় তার লাশ ফেলা হয়, সে বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি।

এ বিষয়ে জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল মার্ক মিলি বলেন, ‘মার্কিন সামরিক আদর্শ ও সশস্ত্র সংঘাতের আইন অনুযায়ী বাগদাদির মরদেহের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়েছে। এরপর তার দেহাবশেষ সমুদ্রে ফেলা হয়।’

এর আগে শনিবার দিবাগত রাতে সিরিয়ার ইদলিব প্রদেশে মার্কিন বিশেষ অভিযানে আইএস প্রধান বাগদাদি নিহত হয়েছে বলে জানায় যুক্তরাষ্ট্র। বলা হয়, অভিযানের সময় বদ্ধ সুড়ঙ্গের মধ্যে তিন সন্তানসহ আত্মঘাতী হয়েছেন তিনি।

প্রসঙ্গত, ২০১১ সালে পাকিস্তানের এবোটাবাদে একইভাবে আল কায়েদা প্রধান ওসামা বিন লাদেনকে ধরতে অভিযান চালায় মার্কিন বিশেষ বাহিনী। সে অভিযানে নিরস্ত্র ওসামাকে হত্যা করে ধর্মীয় রীতি অনুযায়ী তার লাশের সব আনুষ্ঠানিকতা শেষ করে সমুদ্রে ফেলে দেয়া হয়।

প্রকাশ :অক্টোবর ২৯, ২০১৯ ২:৩৯ অপরাহ্ণ