১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:১৯

কলকাতা থেকে উদ্ধার অপহৃত বাংলাদেশি নারী

আন্তর্জাতিক ডেস্ক:

চিকিৎসার জন্য পরিবারের সঙ্গে ভারতের পশ্চিমবঙ্গে গিয়ে দুর্র্বত্তদের হাতে অপহৃত এক বাংলাদেশি নারীকে উদ্ধার করেছে কলকাতার পুলিশ। শুক্রবার বিকেলে অপহরণের পর রাত সাড়ে ১০টার দিকে কলকাতার বনগাঁ মহাকুমার পেট্রাপোল থানা এলাকার জয়ন্তীপুর থেকে তাকে উদ্ধার করা হয়।

সূত্র জানায়, শুক্রবার বিকেলে বেনাপোল সীমান্ত দিয়ে বৈধভাবে ভারতে যান গোপালগঞ্জের পরিমল বালা, তার স্ত্রী মিরা বালা এবং মেয়ে লাবনী বালা ও বৌদি শোভা বিশ্বাস। সীমান্ত পার হয়ে তারা একটি ভাড়ায়চালিত গাড়িতে করে জয়ন্তীপুর আসতে কয়েক যুবক পথরোধ করেন। এ সময় তারা জানান, শোভা বিশ্বাসের স্বামীর কাছে ব্যবসা সংক্রান্ত টাকা পাবেন। এজন্য দেড় লাখ টাকা দাবি করেন তারা। টাকা পেলে শোভা মবিশ্বাসকে ছেড়ে দেওয়া হবে জানিয়ে তাকে অপহরণ করে নিয়ে যায় ওই যুবকরা।  নিরুপায় হয়ে পরিমল বালা স্থানীয় বনগাঁ থানায় বিষয়টি জানান। পরে বনগাঁ ও পেট্রাপোল থানা পুলিশ অভিযান চালিয়ে রাত সাড়ে ১০টার দিকে একটি বাড়ি থেকে শোভা বিশ্বাসকে উদ্ধার করেন।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জুন ১০, ২০১৭ ১১:৫৩ পূর্বাহ্ণ