বিনোদন ডেস্ক : দেশের শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী মনির খান। অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি। চল্লিশের অধিক একক অ্যালবাম প্রকাশিত হয়েছে তার। প্রাপ্তির ঝুলিতে তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার জমা পড়েছে। কিন্তু বর্তমানে সংগীতাঙ্গনে তার পদচারণা ঠিক আগের মতো নেই।
তবে কিছুদিন আগে এ শিল্পী জানান, নিয়মিত গান প্রকাশ করবেন তিনি। তারই ধারাবাহিকতায় একশ নতুন গান প্রকাশের উদ্যোগ নিয়েছেন এই সংগীতশিল্পী। এরই মধ্যে ১৮টি গানের রেকর্ডিং সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন তিনি।
এ প্রসঙ্গে মনির খান বলেন, ‘এবার একশ গান প্রকাশের সিদ্ধান্ত নিয়েছি। ইচ্ছে আছে, সবগুলো গান মিউজিক ভিডিও আকারে প্রকাশ করার, দেখা যাক কি হয়। আপাতত কিছু গানের ভিডিও নির্মাণ করা হচ্ছে। খুব শিগগির এগুলো প্রকাশ করব। এসব গান আমার ইউটিউব চ্যানেল এমকে মিউজিক থেকে প্রকাশিত হবে।’
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

