১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৪৪

চট্টগ্রামে বাবা-মেয়ের গলাকাটা লাশ উদ্ধার

দেশজনতা অনলাইনঃ চট্টগ্রামের বন্দর থানাধীন নিমতলা এলাকায় নিজ বাসা থেকে বাবা-মেয়ের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।শনিবার দুপুরে বন্দর থানা পুলিশ বাবা মোহাম্মদ আরিফ (৩৫) ও তার চার বছর বয়সি মেয়ে বিবি ফাতেমার লাশ উদ্ধার করে। আরিফ পেশায় দিনমজুর।

বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকান্ত চক্রবর্তী এ তথ‌্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিমতলা এলাকায় শাহআলম ভবনের একটি বাসা থেকে বাবা-মেয়ের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে রক্তমাখা ছুরিও পাওয়া গেছে।

কীভাবে বাবা ও শিশু কন্যা নিহত হয়েছে এ ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক‌্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

প্রকাশ :অক্টোবর ১৯, ২০১৯ ৫:৪১ অপরাহ্ণ