১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:০৫

১৭ বছর ‘মিথ্যা’ মামলা টানতে গিয়ে নিঃস্ব বাবলু, ক্ষতিপূরণের মামলায় অনীহা

নাটোর: জমি নিয়ে মারামারির জেরে শ্রী বাবুর বদলে জেলার সিংড়া উপজেলার আঁচল কোট গ্রামের বাবলু শেখকে আসামি করা হয়। এরপর ১৭ বছরে সেই ‘মিথ্যা’ মামলা চালাতে গিয়ে নিঃস্ব হয়ে গেছে বাবলুর দরিদ্র পরিবার। সম্প্রতি মামলা থেকে অব্যাহতি পেলেও তার মাথার ওপর রয়েছে তিন লাখ টাকার ঋণের বোঝা। প্রতিমাসে সংসার চালিয়েও ১০ হাজার টাকা কিস্তি টানতে হচ্ছে। এই অবস্থায় ক্ষতিপূরণ মামলা করতে আগ্রহী নয় বাবলুর পরিবার।বাবলু মাসে ৬০০ টাকা ভাড়ায় চায়ের দোকান চালান। ১৭ বছর ধরে মামলা চালাতে গিয়ে স্ত্রী ও সন্তানদের খরচ জোগান দিতে পারেননি তিনি। তাই তার স্ত্রী মিনু বেগম মানুষের বাড়িতে এবং বিভিন্ন জায়গায় কাজ করেন। বাধ্য হয়েই অল্প বয়সেই তিন মেয়েকে বিয়ে দিয়েছেন। চতুর্থ শ্রেণিতে পড়ুয়া একমাত্র ছেলে তামিম আর স্ত্রীসহ তিনজনের সংসার চালাতে গিয়েই হিমশিম খাচ্ছেন বাবলু।

বাবলু বলেন, ‘বিনা দোষে ১৭ বছর আদালত, থানা আর উকিলের কাছে দৌড়াদৌড়ি করতে গিয়ে আমি সবদিক দিয়ে শেষ হয়েছি। টাকা গেছে, মেয়েদের স্বপ্ন ধুলিস্মাৎ করেছি। আত্মীয়-স্বজনরা সহায়তা করতে করতে বিরক্ত হয়ে এক সময় এড়িয়ে চলেছে। দেখেছি আপন মানুষদের অবহেলা। এখন মামলা থেকে মুক্ত হয়ে জীবনের শেষ দিনগুলো একটু শান্তিতে কাটাতে চাই। ক্ষতিপূরণ পেলে ঋণ পরিশোধ করা সুবিধা হবে। কিন্তু তার জন্য কোনোভাবেই আদালতে যেতে চাই না।’

তিনি বলেন,  ‘কোনও রকমে ডাল-ভাত খেয়ে শেষ সম্বল ছেলে তামিমকে শিক্ষিত করে প্রতিষ্ঠিত করতে পারলে মরেও অন্তত কিছুটা শান্তি পাবো।’তবে তাকে যারা অন্যায়ভাবে মিথ্যা মামলায় জড়িয়ে জেল খাটিয়েছেন এবং ১৭ বছর ভুগিয়েছেন তাদের শাস্তি দাবি করেছেন।

সরেজমিনে আঁচল কোট গ্রামে গিয়ে দেখা যায়, মাত্র দুই কাঠা জমির ওপর বাবলু শেখের বাড়ি। জীর্ণশীর্ণ বাড়িটিই দারিদ্রতা প্রকাশ করছে। বাবলু শেখের স্ত্রী মিনু  ইউনিয়ন পরিষদের আওতায় মাটিকাটার কাজ করছেন। আর বাবলু ও তার ছেলে চা দোকানে কাজ করছেন। ১৭ বছর পর বাবা মামলা থেকে অব্যাহতি পাওয়ার খবরে বাড়ি এসেছে তার তিন মেয়ে। এই প্রতিবেদক পৌঁছানোর প্রায় এক ঘণ্টা পর বাড়ি আসেন মিনু। তিনি জানান সংসারের অবস্থা সম্পর্কে।

মিনু বেগম জানান, তার সংসারে তিন মেয়ে ও এক ছেলে। বড় মেয়ে লাবনী তৃতীয় শ্রেণিতে পড়ার সময় ২০০২ সালে তার দিনমজুর স্বামী গ্রেফতার হন।  সে সময় মেজো মেয়ে টপি স্কুলে ভর্তি হয়নি। আর ছোট মেয়ে লাকির বয়স ২১ দিন। এ অবস্থায় স্বামী গ্রেফতার হওয়ায় বেকায়দায় পড়েন তিনি। পরিবারে বড় কোনও ছেলে বা অভিভাবক না থাকায় তার ভাই-বোন ও দুলাভাইদের ডেকে বাবলুর জামিনের কাজ করান। ওই সময় বিভিন্ন মানুষের কাছে তিনি ধার-দেনা করে মামলার খরচ চালান।তিনি জানান, স্বামীর জামিন এবং আদালতে অন্যদের দিয়ে দৌড়াদৌড়ি করাতে গিয়ে যে ঋণ হয় তা শোধ করে সংসার চালাতে হিমশিম খান তার স্বামী। দিনের পর দিন ঋণের বোঝা বাড়তেই থাকে। এর ওপর প্রতি মাসে আদালতে হাজিরা দেওয়া, উকিলের টাকা গোছানো আর তদন্তে আসা পুলিশদের টাকা দিতে গিয়ে অধিকাংশ দিনই অর্ধাহারে-অনাহারে সংসার চলত তার।

মিনু বলেন, ‘খরচ চালাতে না পেরে পঞ্চম শ্রেণিতেই লেখাপড়া বন্ধ হয়ে যায় বড় মেয়ে লাবনীর। মেজো মেয়ে টপি লম্বা-চওড়া হওয়ায় লেখাপড়া করিয়ে প্রশাসন বা অন্য কোনও চাকরি দেওয়ার ইচ্ছা ছিল। কিন্তু সপ্তম শ্রেণিতে ওঠার পর টাকার তার পড়ালেখাও বন্ধ করে দেই।’

বাবলু শেখ সারাদিন আদালতে যাতায়াত করা, উকিলের সঙ্গে যোগাযোগ, থানায় দৌড়াদৌড়ি করতে করতে ঠিকমতো কাজ করতে পারতেন না। এ অবস্থায় মিনু বেগম ধানের চাতাল, মানুষের বাড়ি আর জমিতে কাজ করে যা আয় করতেন তা দিয়ে সংসার চালাতেন। মেয়েরা বড় হচ্ছিল এবং তাদের নিরাপত্তার কথা চিন্তা করে বড় দুই মেয়েকে বিয়ে দেন।মামলা চালানোর জন্য বাবলু-মিনু দম্পতি চারটি সমিতির কাছ থেকে তিন লাখ টাকা ঋণ নিয়েছেন। এই টাকার জন্য প্রতি মাসে কিস্তি দিতে হয় ১০ হাজার টাকা। ইউনিয়ন পরিষদের আওতায় কর্মসৃজন প্রকল্পে মাটিকাটার কাজ করেন মিনু। এছাড়া দিনমজুর ও মানুষের বাড়িতে থালা বাসন মাজার কাজ করেন তিনি। আর বাবলু ভাড়ার চা দোকান চালান। দু’জনে মিলে প্রতি মাসে যা আয় করেন তা দিয়ে সংসার চালিয়ে ঋণের কিস্তি দিতে পারছেন না। তিন মেয়ের লেখাপড়া না হলেও একমাত্র ছেলে তামিমকে লেখাপড়া শিখিয়ে প্রতিষ্ঠিত করার স্বপ্ন দেখছেন তারা। কিন্তু ঋণের কিস্তি পরিশোধ করে সংসার চালানোর পর ছেলেরে লিখাপড়া চালাতে পারবেন কিনা তা নিয়েই পড়েছেন শঙ্কায়।

এক প্রশ্নের জবাবে মিনু বলেন, ‘মিথ্যা মামলায় পড়ে আমাদের যে ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ চাই।’ তবে আদালতে আর যেতে রাজি নন তারা। এ ব্যাপারে সরকার ও প্রশাসনের পদক্ষেপ পেলে তারা উপকৃত হবেন।
জেলা পুলিশ সুপার লিটন সাহা, জেলা ম্যাজিস্ট্রেট সাইদুজ্জামান এবং জেলা বারের সভাপতি সিরাজুল ইসলাম জানান, বাবলু শেখের রায়ের কপি তাদের কাছে পাঠানোর নির্দেশনার বিষয়টি তারা শুনেছেন। এখনও পর্যন্ত কপি তারা পাননি। কপি হাতে পাওয়ার পর আদালতের নির্দেশনা বাস্তবায়নে কাজ করবেন তারা।
প্রসঙ্গত, দুই তদন্ত কর্মকর্তার (আইও) ভুলে দুই দফায় দুই মাস ১০ দিন কারাভোগ ও ১৭ বছর আদালতে ঘুরে আপিলের রায়ে খালাস পান দিনমজুর বাবলু শেখ। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে নাটোর জেলা ও দায়রা জজ মোহাম্মদ সাইফুর রহমান সিদ্দিক এই দিনমজুরকে মামলার দায় থেকে অব্যাহতি দেন। একইসঙ্গে এমন ভুলের জন্য সংশ্লিষ্ট দুই তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে নির্দেশনা দেন আদালত।

প্রকাশ :অক্টোবর ১৯, ২০১৯ ৫:১১ অপরাহ্ণ