২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৭:৩৮

লালপুরে কাশবন কাটতে গিয়ে নিখোঁজ দুই

দেশজনতা অনলাইনঃ নাটোরের লালপুর উপজেলার বাহাদীপুরে পদ্মার চর এলাকায় কাশবন কাটতে গিয়ে দুই জন নিখোঁজ হয়েছেন। নদীর পাড় ভেঙে ২০ জন পানিতে পড়ে যাওয়ার পর  ১৮ জন উদ্ধার হলেও ওই দুই জন নিখোঁজ ছিলেন। ২৪ ঘণ্টাও তাদের কোনও খোঁজ মেলেনি।নিখোঁজদের নাম ডাব্লু প্রামাণিক (৪০) ও মুজিবুর ( ৫০)। ডাবলু  কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার রাইটা গ্রামের মধু প্রামাণিকের ছেলে। মজিবুর লালপুর উপজেলার আড়বাব ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের মল্লিকচানের ছেলে।

লালপুর থানার ওসি সেলিম রেজা শনিবার (১৯ অক্টোবর) সকাল ১১টায় তাদের নিখোঁজের বিষয়টি নিশ্চিত করেন। স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, শুক্রবার সকালে উপজেলার চরাঞ্চলে কাশবন কাটতে গিয়ে নদীর পাড় ভেঙে মাটি চাপা পড়েন কাসবন মালিকসহ ২০ জন। অনেক খোঁজাখুঁজির পর ১৮ জনকে উদ্ধার করা গেলেও ওই দুই জনকে পাওয়া যায়নি।

এক প্রশ্নের জবাবে তিনি জানান, দুর্ঘটনা ঘটার পর বিকালে স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। এরপর রাজশাহী থেকে রাত সাড়ে ৭টার দিকে একদল ডুবুরি সেখানে পৌঁছান। নদীতে প্রচণ্ড স্রোত থাকায় রাত ৯টার দিকে তারা উদ্ধার অভিযান স্থগিত ঘোষণা করেন। শনিবার সকালে আবারও উদ্ধার অভিযান শুরু হয়েছে। তবে দুপুর পর্যন্ত ওই দুই জনের খোঁজ পাওয়া যায়নি।

প্রকাশ :অক্টোবর ১৯, ২০১৯ ১২:৫২ অপরাহ্ণ