১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:২১

নাইক্ষ্যংছড়িতে ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা, বিজিবি’র গুলিতে নিহত ১

বান্দরবান প্রতিনিধি : বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ঘুমধুম ইউনিয়নের ফাতরার ঝিরিতে সরকারি প্রাথ‌মিক বিদ্যাল‌য় কেন্দ্রে জালভোট দেওয়াকে কেন্দ্র করে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। এসময় বিজিবি সদস্যদের গুলিতে একজন মারা গেছেন ও একজন গুলিবিদ্ধ হয়েছেন। ফাতরার ঝি‌রি ভোটকে‌ন্দ্রের প্রিজাই‌ডিং অ‌ফিসার এমদাদ উল্লাহ মো. উসমান এই তথ্য নিশ্চিত করেছেন।

নাইক্ষ্যংছড়ির তিনটি ইউনিয়ন পরিষদে নির্বাচন চলছে।

স্থানীয়রা জানান, বেলা ৩টার দিকে কিছু লোক ফাতরার ঝিরির একটি কেন্দ্রে জাল ভোট দিতে আসে। তারা আজমত আলী বুলু মেম্বা‌রের লোকজন বলে অভিযোগ ওঠে। এসময় অপর প্রার্থী বাবুল কা‌ন্তি তঞ্চঙ্গ্যার সমর্থকরা তাদের বাধা দেন। এ নিয়ে অনেক লোকজন সমবেত হয়ে হট্টগোল শুরু হয়। কেন্দ্রের বাইরে অনেক মানুষের হইচই দেখে দায়িত্বরত বিজিবি সদস্যরা গুলি চালান। এসময় গুলিবিদ্ধ হয়ে একজন মারা গেছেন। এই ঘটনার পর ওই কেন্দ্রের ভোট বন্ধ হয়ে গেছে।

নিহত ব্যক্তির নাম মং‌কিসা চাকমা। আহত হয়েছেন অংচাই মং মারমা।

ঘটনার সত্যতা স্বীকার ক‌রে ফাতরার ঝি‌রি ভোটকে‌ন্দ্রের প্রিজাই‌ডিং অ‌ফিসার এমদাদ উল্লাহ মো. উসমান ব‌লেন, ঘটনা‌টি কে‌ন্দ্রের বাই‌রে ঘ‌টে‌ছে।

প্রকাশ :অক্টোবর ১৪, ২০১৯ ৬:৩২ অপরাহ্ণ