খুলনায় অতিরিক্ত মদ্যপানে পাঁচজনের মৃত্যু হয়েছে।
বুধবার সকাল থেকে দুপুর সাড়ে ১২টার মধ্যে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।
মৃতরা সবাই সনাতন ধর্মাবলম্বী। তারা হচ্ছেন, নগরীর গল্লামারি এলাকার নরেন্দ্র দাসের ছেলে প্রসেনজিৎ দাস (২৯), ভৈরব টাওয়ার এলাকার মানিক বিশ্বাসের ছেলে রাজু বিশ্বাস (২৫), তাপস (৩২), রুপসা উপজেলার রাজাপুর এলাকার পরিমল, নগরীর গ্লাক্সোর মোড় এলাকার প্রদীপ শীলের ছেলে সজল শীল (২৬)।
খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আলমগীর জানান, সকাল থেকে মদ্যপানে অসুস্থ হয়ে পাঁচজন হাসপাতালে ভর্তি হন। পরে তাদের মৃত্যু হয়।
খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. ওমর ফারুক জানান, মঙ্গলবার রাতে দুর্গা পূজার বিসর্জন উপলক্ষে অতিরিক্ত মদ্যপানের কারণেই তাদের মৃত্যু হয়েছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিসি) এহশান শাহ মদ্যপানে দুই জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
অপর তিনজনের প্রসঙ্গে তিনি বলেন, ‘তাদের হার্টের সমস্যা ছিল। তবে ধারণা করছি অতিরিক্ত মদ্যপানে তাদেরও মৃত্যু হয়েছে।’