১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:০৬

রুয়ান্ডায় হামলায় নিহত ৮, আহত ১৮

আন্তর্জাতিক ডেস্কঃ আফ্রিকার রুয়ান্ডার উত্তরাঞ্চলে ভলকানোস ন্যাশনাল পার্কের নিকটে বন্দুকধারীদের হামলায় ৮জন নিহত ও ১৮জন আহত হয়েছে।
দেশটির এক মুখপাত্র জানান, একটি সন্ত্রাসী গ্রুপ প্রচলিত অস্ত্র নিয়ে এ হামলা চালিয়েছে। তারা ৮ জনকে হত্যা করেছে। তাদের মধ্যে ৬ জনকে দেশীয় অস্ত্র এবং ১জনকে গুলি করে হত্যা করা হয়েছে। আহত ১৮জনকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দেশটির পর্যটন বিষয়ক কর্মকর্তারা জানিয়েছেন, গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো সীমান্তের কাছে মুসানজি জেলায় ওই হামলার পর পার্কটির সব পর্যটক নিরাপদে ছিল।

পুলিশ এক বিবৃতিতে জানায়, নিরাপত্তাবাহিনী হামলাকারীদের আটকের চেষ্টা চালাচ্ছে।

রুয়ান্ডান ডেভেলপমেন্ট বোর্ড এই হামলায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

পার্কটির কাছাকাছি এই পার্বত্য এলাকা গেরিলাদের নিরাপদ আবাসস্থল হিসেবে সুপরিচিত। গণপ্রজাতন্ত্রী কঙ্গো থেকে রুয়ান্ডার বিদ্রোহীরা এই এলাকা লক্ষ্য করে বারবার হামলা চালিয়ে আসছে। সর্বশেষ বিদ্রোহীরা গত ডিসেম্বরে হামলা চালিয়ে ২ রুয়ান্ডান সৈন্যকে হত্যা করে।

প্রকাশ :অক্টোবর ৬, ২০১৯ ৬:৩৪ অপরাহ্ণ