১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৫৬

ভক্তদের বিশেষ বার্তা শ্রাবন্তীর

বিনোদন ডেস্ক : সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গা পুজা এসে গেছে। ইতোমধ্যেই উৎসবে মেতে উঠেছে ভারতসহ বাংলাদেশের বিভিন্ন এলাকা। বছরের এই সময়টা সনাতন ধর্মের মানুষদের আর পাঁচটা দিনের থেকে অনেকটা আলাদা কাটে। বাদ যান না তারকারাও। তাইতো পুজো উপলক্ষে ভক্তদের শুভেচ্ছা জানাতে ভুললেন না ওপার বাংলার সুপারহিট নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়।

সম্প্রতি ইনস্টাগ্রামে একটা বিশেষ ভিডিও পোস্ট করেছেন নায়িকা। সেখানে তাকে বলতে শোনা যায়, ‘পুজা এসে গেছে। সকলেই পুজার সাজে সেজে উঠতে শুরু করেছেন। আমিও সেজেগুজে বসে আছি। তোমরাও পুজার অনেক ছবি ফেসবুক, ইনস্টাগ্রাম থেকে শুরু করে সমস্ত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করো। আমি সেগুলো দেখতে চাই।’

শ্রাবন্তী আরও বলেন, ‘চারদিকে পুজা পুজা গন্ধ। উৎসবে মেতে উঠেছেন সবাই। সকলেই ঠাকুর দেখতে যাওয়া শুরু করে দিয়েছেন। আমিও একটা ঠাকুর দেখে চলে এসেছি। সকলকেই পুজার অনেক শুভেচ্ছা জানালাম। সকলের পুজাই খুব ভালো কাটুক আর সবাই খুব ভালো থাকুক। সকলের প্রতিই অনেক ভালোবাসা রইল।’

প্রসঙ্গত, চলতি বছরের এপ্রিলে একটি বেসরকারি বিমান সংস্থার কেবিন ক্রু সুপারভাইজার ও ব্যয়ামাগারে মালিক রোশন সিংকে বিয়ে করেন নায়িকা শ্রাবন্তী। এটি তার তৃতীয় বিয়ে। তবে রোশনের প্রথম। দুই পরিবারের সম্মতিতে হয় তাদের বিয়ে। রোশনের সঙ্গে ঘর বাধার পর এটি শ্রাবন্তীর প্রথম দুর্গা পুজা। উচ্ছ্বাসটাও তাই একটু বেশি।

 

প্রকাশ :অক্টোবর ৩, ২০১৯ ৫:০০ অপরাহ্ণ