১৪ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | বিকাল ৫:৪৪

কাকরাইলে ট্রাকচাপায় র‌্যাব সদস্য নিহত

 

রাজধানীর কাকরাইলে ট্রাকের নিচে চাপা পড়ে এক র‌্যাব সদস্যের মৃত্যু হয়েছে। তার নাম হাসান মাহমুদ। বুধবার দিবাগত রাত দেড়টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ এএসআই  আব্দুল খাঁন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত হাসান মাহমুদ সম্প্রতি পুলিশ থেকে র‌্যাব হেডকোয়ার্টারে যোগ দিয়েছিলেন। তার গ্রামের বাড়ি বরিশালের আগৈলঝড়ায়।

এএসআই আব্দুল খাঁন জানান, রাতে দুইজন র‌্যাব সদস্য কাকরাইল মোড় দিয়ে মোটরসাইকেলে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দিলে দুজনই রাস্তায় পড়ে আহত হন। তাদের উদ্ধার করে ঢামেকে নিয়ে গেলে রাত তিনটার দিকে চিকিৎসক হাসানকে মৃত ঘোষণা করেন। অপরজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। নিহতের লাশ ঢামেকের জরুরি বিভাগের মর্গে রয়েছে।’

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান বলেন, ‘বিষয়টি জানা নেই। খোঁজ নিয়ে জানাতে হবে।’

প্রকাশ :অক্টোবর ৩, ২০১৯ ১:৪৭ অপরাহ্ণ