২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:২১

সেলিমের বনানীর প্রতিষ্ঠান থেকে ২১ লাখ টাকা জব্দ

দেশের অনলাইন ক্যাসিনোর প্রধান সমন্বয়ক সেলিম প্রধানের বনানীর প্রতিষ্ঠান থেকে ২১ লাখ ২০ হাজার টাকা উদ্ধার করেছে র‍্যাব। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টা থেকে শুরু হওয়া অভিযান এখনও চলছে।

টাকা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক মিজানুর রহমান। তিনি বলেন, ‘এখনও সেলিমের বনানীর অফিসে অভিযান চলছে। আমরা সেখান থেকে নগদ ২১ লাখ ২০ হাজার টাকা জব্দ করেছি। অফিসের বিভিন্ন কাগজপত্র পরীক্ষা করা হচ্ছে। বিস্তারিত সংবাদ সম্মেলন করে জানানো হবে।’

এর আগে সোমবার রাত সাড়ে ১০টা থেকে গুলশান দুই নম্বরে সেলিমের বাসায় অভিযান চালায় র‌্যাব। ওইদিন দুপুরে ঢাকা থেকে ছেড়ে যাওয়া ব্যাংকগামী থাই এয়ারওয়েজের একটি ফ্লাইট (টিজি ৩২২) থেকে সেলিম প্রধানকে গ্রেপ্তার করা হয়।

পরে গুলশান-২ নম্বরের ৯৯ নম্বর রোডের ১১/এ ছয় তলা বাসায় অভিযান চালানো হয়। সেখান থেকে বিপুল বিদেশি মদ, নগদ টাকা ও বিদেশি মুদ্রা জব্দ করা হয়।

প্রকাশ :অক্টোবর ১, ২০১৯ ৩:৩৪ অপরাহ্ণ