১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:১১

বাবার পিস্তল দিয়ে পুলিশ কর্মকর্তার ছেলের আত্মহত্যা

রাজধানীর আজিমপুরে বাবার লাইসেন্স করা পিস্তল দিয়ে নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন ডিএমপির রমনা বিভাগের ডিসি সাজ্জাদুর রহমানের ছেলে। তার নাম সাদিক বিন সাজ্জাদ। তিনি ঢাকা সিটি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র।

সোমবার সকালে আজিমপুরের সরকারি কোয়ার্টারের ৬৭ নম্বর বাসায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, সকালে সবাই যখন ঘুমে ছিলেন তখন নিজের শয়নকক্ষে বাবার লাইসেন্স করা পিস্তল দিয়ে আত্মহত্যা করেন সাদিক। তার কক্ষ ভেতর থেকে আটকানো ছিল।

নিহত সাদিকের বাবা সাজ্জাদুর রহমানই বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কী কারণে সাদিক আত্মহত্যা করেছেন এটা নিশ্চিত হওয়া যায়নি।

এছাড়া লালবাগ থানার ডিউটি অফিসার উপপরিদর্শক নাহিদও  বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বাবার পিস্তল দিয়ে ডিসি রমনা স্যারের ছেলের আত্মহত্যা করেছে বলে আমরা খবর পেয়েছি। আমাদের ফোর্স সেখানে পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো রিপোর্ট পাইনি। বিস্তারিত জানাতে আরও বেশ কিছু সময় লাগবে।

প্রকাশ :সেপ্টেম্বর ৩০, ২০১৯ ৪:৫৯ অপরাহ্ণ