২১শে নভেম্বর, ২০২৪ ইং | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১০:৪২

মেয়েকে বাঁচাতে বাবার অপহরণ!

বিনোদন প্রতিবেদক : মেয়ের ক্যান্সার। তার চিকিৎসার জন্য বিশ লাখ টাকা প্রয়োজন। কিন্তু গরিব বাবার কাছে এত অর্থের যোগান দেয়া সম্ভব নয়। অনেক ভেবেচিন্তেও কোনো পথ খুঁজে পাচ্ছিলেন না অসহায় বাবা। এক পর্যায়ে টাকার জন্য এক মেয়েকে অপহরণ করেন তিনি। এর পর মেয়েটির পরিবারের কাছে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবী করেন।

অন্যদিকে অপহরণ করা মেয়েটিকে বেশ আদর যত্নে রাখেন। মেয়েটিও বেশ আরাম-আয়েশে সময় কাটায়। এদিকে মেয়েটির পরিবার পুলিশ নিয়ে হন্য হয়ে খুঁজতে থাকে। পুলিশ ফাঁদ পেতে মেয়েটিকে উদ্ধার করে। কিন্তু অপহরণকারী বাবাকে গ্রেপ্তার করতে বাঁধা দেয় মেয়েটি। তারপর গল্প মোড় নেয় ভিন্ন দিকে।

এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে একক নাটক ‘অপহরণ’। এটি রচনা ও পরিচালনা করেছেন মনিরুজ্জামান।  নাটকে বাবার চরিত্রে অভিনয় করেছেন গৌতম সাহা। এছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন— প্রিয়া, জোভান, নাদিয়া নদী, তানভীরসহ অনেকে।

এরই মধ্যে নাটকটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। আগামীকাল মঙ্গলবার রাত ১০টা ১০ মিনিটে বেসরকারি টেলিভিশন চ্যানেল একুশে টিভিতে নাটকটি প্রচার হবে।

প্রকাশ :সেপ্টেম্বর ৩০, ২০১৯ ৪:৩৬ অপরাহ্ণ