বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ভারতের বৃহত্তম রাজ্যটিতে গত কয়েক দিন ধরে টানা বর্ষণ চলছে। কয়েকটি স্থানে পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
রাজ্যের ত্রাণ বিষয়ক কমিশনার জি এস প্রিয়দর্শী বলেছেন, ‘গত ২৪ ঘন্টায় প্রবল বৃষ্টি ও বৃষ্টি সংশ্লিষ্ট ঘটনায় মৃতের সংখ্যা ৪৮ এ দাঁড়িয়েছে।’
তিনি জানান, বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে পাঁচ লাখ ৮০ হাজার বাসিন্দা, যাদের অধিকাংশের বাস রাজ্যের পূর্বাঞ্চলে। ওই এলাকায় বন্যার ঝুঁকি প্রতিনিয়ত বাড়ছে।
ভারতে সাধারণত সেপ্টেম্বরের প্রথম দিকে বর্ষা মৌসুম শেষ হয়। তবে চলতি বছর বর্ষা মৌসুম এক মাস প্রলম্বিত হয়েছে। প্রবল বৃষ্টিপাতের কারণে ভারতের অনেক রাজ্যেই বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। বৃহস্পতিবার পুনেতে আকস্মিক বন্যায় ১১ জনের মৃত্যু হয়।